লকডাউনে দুই ব্যবসায়ী টানা ২১ দিন গাড়িতে

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন। এ অবস্থায় অনেকেই বিভিন্ন জায়গায় গিয়ে আটকা পড়ে যান। এবার টানা ২১ দিন গাড়িতে থেকে সচেতনতার নজির গড়লেন ভারতের কর্ণাটক রাজ্যের রাজকোটের দুই ব্যবসায়ী। গুজরাটের সুপারি বাজারে গিয়ে আটকা পড়েন তারা।

গাড়িতেই ঘর, গাড়িতেই বিছানা, গাড়িতেই কাটছে দিন-রাত্রি। ব্যবহার করছেন স্থানীয় একটি রেস্তোরাঁর শৌচাগার। কিন্তু এভাবে আর কতদিন থাকা সম্ভব? লকডাউন বাড়ানো হয়েছে ৩ মে পর্যন্ত। অর্থাৎ আরো ১৯ দিন বাকি। সারাদিন গাড়িতে থাকলেও রান্না করে খাওয়ার রসদ ফুরিয়ে আসছে তাদের কাছে। তাই স্থানীয় প্রশাসনের কাছে তারা আর্জি জানিয়েছেন, যেভাবে হোক তাদের বাড়ি ফিরিয়ে দিতে হবে। তাদের এই দুর্দশার খবর পেয়েই জেলার কমিশনার ভালসাদে তাদের থাকার ব্যবস্থা করে দেয়ার নির্দেশ দিয়েছেন। শুধু থাকার জায়গাই নয়, বিনামূল্যে তারা যেন খাবার পান সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন। ভালসাদে এখন পর্যন্ত করোনার প্রকোপ না থাকায় কিছুটা নিশ্চিন্ত হতে পেরেছেন এই দুই ব্যবসায়ী। জানা যায়, দুই ব্যবসায়ী আশিক হুসেন ও মহম্মদ থাকিন ২০ মার্চ বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু গুজরাটের সুপারি বাজারে পৌঁছনোর আগেই তাদের আটকে দেয়া হয় ২১ মার্চ। এরপর লকডাউন জারি হলে তারা বাড়ি ফিরতে পারেননি।

Scroll to Top