ভারতে ক্রমশই যেনো জাঁকিয়ে বসছে করোনা ভাইরাস। এখনও পর্যন্ত এদেশে করোনার শিকার ২৩৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টাতেই নতুন করে এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন ১,০৩৫ জন, আর প্রাণহানি হয়েছে ৪০ জনের।
জানা গেছে, সব মিলিয়ে ভারতে মোট ৭,৪৪৭ জন করোনায় আক্রান্ত। এখন পর্যন্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছেন ভারতের মহারাষ্ট্রের মানুষ। ওই রাজ্যে ১,৩৬৪ জন আক্রান্ত করোনাভাইরাসে।
ভারতে করোনার সংক্রমণের ঠেকাতে টানা ২১ দিনের লকডাউন চলছে । আগামী ১৪ এপ্রিল সেই ২১ দিন পূর্ণ হওয়ার কথা। তবে যেভাবে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে তাতে লকডাউন তুলে নেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কেননা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে লকডাউন জারি রাখারই ইঙ্গিত দিয়েছেন।
আজ (শনিবার) দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন নরেন্দ্র মোদি। মনে করা হচ্ছে ওই বৈঠকেই লকডাউনের মেয়াদ বৃদ্ধি হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার লকডাউন উঠে যাবে নাকি তা আরও কিছুদিনের জন্যে বাড়ানো হবে সে সম্পর্কে দেশের মানুষকে জানাতে ফের একবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।