সৌদিতে করোনায় আক্রান্ত বেড়ে ২৬০৫, মৃত ৩৮

বিশ্বজুড়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এবং ক্রমশই মৃত্যু উপত্যকায় পরিণত হচ্ছে পৃথিবী। এদিকে সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই হাজার ছয়শ ছয়শ পাঁচজন এবং এরই মধ্যে মারা গেছে ৩৮ জন। জানা গেছে চিকিৎসাধীন থাকা দুই হাজার ১৬ জনের মধ্যে ৪১ জনের অবস্থা গুরুতর।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত ৫৫১ জন আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

এদিকে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে মোট ১৩ লাখ ৪৬ হাজার ৪২৮ জন। এরই মধ্যে আক্রান্তদের মধ্যে ৭৪ হাজার ৬৯২ জনের প্রাণহানি ঘটেছে। বর্তমানে চিকিৎসাধীন আছে ৯ লাখ ৯৩ হাজার ১০৬ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আছে ৪৭ হাজার ২৫৫ জন।

Scroll to Top