ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বললেন। আমি দুঃখিত, কিছু মানুষকে মরতেই হবে, এটি জীবন। এ জন্য আপনি গাড়ি কারখানা বন্ধ করে দেবেন এমনটি হতে পারে না। যা ঘটছে সেদিকে আমাদের দেখতে হবে, এটি নিয়ে রাজনীতি করার কিছু নেই ।
শুক্রবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে ব্রাজিলের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন। বিশ্বজুড়ে করোনা আতঙ্কে ভাইরাসের বিস্তার ঠেকাতে এক এক করে বন্ধ করে দেওয়া হচ্ছে সবকিছু। কিন্তু দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে নারাজ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। যদিও তিনি নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখনো সুস্থ রয়েছেন তিনি। করেনা ভাইরাসকে ‘ফ্যান্টাসি’ বলে মশকরা করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
ব্রাজিলে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৩ জন। মারা গেছেন ৬৮ জন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মারা গেছেন ২৭ হাজার ৩৬০জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার মানুষ।