মৃত্যুপুরী ইতালির পথে এখন ফ্রান্স!

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু মিছিল অব্যাহত ৷ ইতালির পর ফ্রান্সও এখন মৃত্যুপুরী ৷ সেদেশে বেড়েই চলেছে মৃতের সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় ২৪৯ জনের মৃত্যু হয়েছে ফ্রান্সে ৷ মঙ্গলবার যেখানে মৃতের সংখ্যা ছিল ২৪০।

বুধবার তা এক লাফে বেড়ে হয় ১,১০০। আক্রান্তের সংখ্যা ২২ হাজার পেরিয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। ইতালি এবং চীনের পরে করোনা-ত্রাস নিয়ে বিশ্বের নজর এখন এই দেশে। ফ্রান্সের পাশাপাশি ইতালিতেও আরও বেড়েছে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা ৷

ফ্রান্সের পাশাপাশি ইতালিতেও আরও বেড়েছে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় ইতালিতে মৃত ৭৪৩ ৷ ইতালি, চীনে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ৷

হাজারের বেশি মৃত্যু ইরান এবং স্পেনেও ৷ প্রায় ৬৪ হাজার মানুষ এখন করোনায় আক্রান্ত ইতালিতে। মৃতের সংখ্যা ৬০০০ পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ৭৪৩ জনের।

Scroll to Top