চীনের উহানে শূন্য, নতুন আক্রান্তদের সবাই বিদেশ ফেরত

করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বে হাহাকার পড়ে গিয়েছে ৷ এই ভাইরাসের জন্য এখনও পর্যন্ত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে ৷ আক্রান্ত হয়েছেন কয়েক লক্ষ মানুষ ৷ যে গতিতে মহামারী করোনা ভাইরাস ছড়াচ্ছে তাতে আক্রান্তের সংখ্যা যেমন বাড়বে তেমনি মৃতের সংখ্যাও বহুগুন বেড়ে যাবে।

তবে প্রথমবারের মতো গত ২৪ ঘণ্টায় চীনের হুবেই প্রদেশে নতুন কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। চীনে গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৭ জন। দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আক্রান্তদের সবাই বিদেশ ফেরত। সেই সঙ্গে গতকাল চারজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

এতে করে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার দু\’শ ৮১ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮১ হাজার দু\’শ ১৮ জন। আক্রান্তদের মধ্যে চারশ ৭৪ জন বিদেশ ফেরত।

Scroll to Top