মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করোনায় আক্রান্ত? সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রেসসচিব\’র সঙ্গে সাক্ষাতে করমর্দন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আর এর কিছুদিনের মধ্যে জানা যায় ব্রাজিলের প্রেসিডেন্ট ফ্যাবিও ওয়াজনগার্টনে করোনায় আক্রান্ত।
এছাড়া যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান ডগ কলিন্স এবং ম্যাট গেইটস করোনা রোগীর সংস্পর্শে আসার পর স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন। এদের এর মধ্যে ডগ কলিন্সের সঙ্গে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাত হয়েছে এবং করমর্দন করেছেন। এছাড়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন\’র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ‘ট্রাম্পের আতঙ্কিত চেহারা প্রদর্শন করে যে, কোন আমেরিকান করোনাভাইরাস ঝুঁকি থেকে মুক্ত নয়।
বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে চলছে নানা ধরণের জল্পনা-কল্পনা।বৃহস্পতিবার এর জবাব জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউজ । হোয়াইট হাউজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত নন।
এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র স্টেফানি গ্রিসাম বলেন, ব্রাজিলের প্রতিনিধি নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউজ অবগত আছেন। ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ওই প্রতিনিধির সঙ্গে কোন রকম সংস্পর্শে আসেনি। সুতরাং তাদের কোন পরীক্ষার দরকার নেই।