ভারতে নতুন করে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন দেশটির রাজধানী দিল্লিতে, অন্যজন দক্ষিণের তেলেঙ্গানায়। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত ভারতে মোট পাঁচজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে আগেই শনাক্ত হয়েছে তিনজন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে আক্রান্ত ব্যক্তি ইতালি থেকে এসেছেন। তেলেঙ্গানায় আক্রান্ত ব্যক্তি আমিরাতের দুবাই থেকে সম্প্রতি ভারতে আসেন। নতুন আক্রান্ত দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে ৩০ জানুয়ারি ভারতের কেরালায় এক শিক্ষার্থীর শরীরে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর ২ ফেব্রুয়ারি ওই প্রদেশে এ ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত হয়।
উল্লেখ্য, চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। বিশ্বের ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে এ ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত তিন সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে।