রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সন্ত্রাসবিরোধী যৌথ যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক উন্নত হতে পারে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে রাশিয়ার সম্পর্কে বড় কোনো সমস্যা নেই। গতকাল বুধবার মস্কোতে জ্বালানি ফোরামের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট পুতিন।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে কিছু লোক রাশিয়াকে দিয়ে অভ্যন্তরীণ সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের যে চরিত্র তাতে তিনি ওইসব লোক দ্বারা প্রভাবিত হবেন বলে মনে হয় না। আর যুক্তরাষ্ট্রে রাশিয়ার অনেক বন্ধু রয়েছেন যারা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি চান। একই অনুষ্ঠানে পুতিন বলেন, আগামী বছরের মার্চের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। রয়টার্স।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ০৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ