কেনিয়ায় বাসে হামলা, আল-শাবাবের দায় স্বীকার

কেনিয়ায় একটি বাসে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তাও রয়েছেন। কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার দফতর থেকে শনিবার এক বিবৃতিতে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া বলা হয়েছে, বেসামরিক লোক ও নিরাপত্তা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে।

ইতিমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব।প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ সোমালিয়া সীমান্তের কাছে কোতুলো এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওয়াজির শহর থেকে মানদেরা শহরে যাওয়ার পথে একটি নির্জন স্থানে মেদিনা বাস কোম্পানির একটি গাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়।

পুলিশ জানিয়েছে, বাসটি থামানোর পর হামলাকারীরা বেছে বেছে সোমালি নয়, এমন যাত্রীদের হত্যা করে।দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, হামলায় ৭ জন পুলিশ নিহত হয়েছেন। এছাড়া দেশটির এক নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপি\’কে একই সংখ্যক পুলিশ নিহত হওয়ার তথ্য জানিয়েছে।
:আল জাজিরার

Scroll to Top