চলতি মাসেই খুলে দেয়া হচ্ছে পূর্ব আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ

কাজ শুরু হয়েছিল চার বছর আগে আফ্রিকার দেশ জিবুতির সবচেয়ে বড় মসজিদের। তুরস্কের দিয়েনেট ফাউন্ডেশনের সহযোগিতায় এটির কাজ শুরু হয়। চলতি মাসেই মসজিদটি খুলে দেয়া হবে। এতে ৬ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যেও এটি সবচেয়ে বড় মসজিদ।

অটোমান সাম্রাজ্যের অন্যতম সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের নাম মসজিদের নামকরণ করা হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে অটোমানরা জিবুতির সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। তুরস্ক প্রজাতন্ত্রও সেই ঐতিহ্যের ধারা অব্যাহত রেখেছে।

উসমানীয় সাম্রাজ্যের স্থাপত্যের অনুকরণে এই মসজিদ নির্মিত হয়েছে। এই মসজিদ প্রায় ১৩,০০০ স্কোয়ার মিটার জায়গায় তৈরি করা হয়েছে। ৪৬ মিটার উচ্চতার দু’টি মিনার, ২৭ মিটার উচ্চতার একটি গম্বুজ এবং উসমানীয় স্থাপত্যরীতিতে অঙ্কিত দেয়াল এই মসজিদের অন্যতম আকর্ষণ।