লাস ভেগাসে হামলাকারী খাঁটি শয়তান: ট্রাম্প

আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে ‘রুট নাইন্টিওয়ান কান্ট্রি মিউজিক’ কনসার্টে হামলাকারীকে ‘খাঁটি শয়তান’ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউস থেকে দেয়া এক শোক ভাষণে তিনি এই মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘স্বজনহারাদের ব্যথা অনুধাবন করতে পারব না। আমরা তাদের ক্ষতির কথাও কল্পনা করতে পারব না। তবে দুঃখ, আকস্মিকতা ও বেদনায় জাতি ঐক্যবদ্ধ।’

আগামী বুধবার নেভাদাতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শোক ভাষণের পর হোয়াইট হাউজসহ সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে সোমবার সকালেই তিনি টুইটারে শোক ও সমবেদনা জানান।

স্থানীয় সময় রোববার মধ্যরাতে রুট নাইন্টিওয়ান কান্ট্রি মিউজিক কনসার্টে হামলার ঘটনায় ৫৯ জন নিহত ও ৫২৭ আহত হয়েছেন।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের শেরিফ জোসেফ লম্বার্ডো জানান, হামলার পর হামলাকারী স্টিফেন প্যাডককে গুলি করে হত্যা করা হয়েছে।

এদিকে এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। আইএসের সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এই খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে রয়টার্স।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল

Scroll to Top