ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ও সম্প্রতি শান্তিতে নোবেল জয়ী আবি আহমেদের বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে উঠেছে জনগণ। চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। এতে অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ কর্মকর্তা রয়েছে।
আঞ্চলিক পুলিশ প্রধান জানিয়েছেন, দেশটির ওরোমিয়া অঞ্চলের সহিংসতা থেমে গেছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক ফিসেহা টেকল জানিয়েছেন, এখনও হামলার খবর পাচ্ছেন তিনি।
এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন জাওয়ার মোহাম্মদ। যে বিক্ষোভের জের ধরে আবি গত বছর ক্ষমতায় আসেন তাতে সমর্থন দিয়েছিলেন জাওয়ার। কিন্তু সম্প্রতি প্রধানমন্ত্রীর গৃহীত কয়েকটি নীতির বিরোধিতা করছেন তিনি।