জাপানে শক্তিশালী টাইফুন হাজিবিসের প্রভাবে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি হচ্ছে। এর আঘাতে ৫জনের প্রাণহানির খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচ।
দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, এর কারণে প্রচণ্ড বাতাসের পাশাপাশি সমুদ্রে উঁচু ঢেউ ও উত্তরপূর্ব থেকে পশ্চিম জাপান পর্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে।
টাইফুন হাজিবিসের তীব্রতার সঙ্গে ১৯৫৮ সালের টাইফুনের তুলনা করছেন জাপানের আবহাওয়াবিদরা। ঐ বছর টাইফুনে পূর্ব ও মধ্য জাপানে ১ হাজার দুইশোরও বেশি মানুষ নিহত হয়।
: ইত্তেফাক