মহাবিশ্বে কতকিছুই ঘটে আর সৃষ্টির সেরা জীব হল মানুষ।মানুষের কতকিছুই না খায়। কত ধরনের নেশাও করে কিন্তু কাচ চিবিয়ে খাওয়া যে একটা নেশা হতে পারে তা জানা গেল সম্প্রতি। ভারতের মধ্যপ্রদেশের এক আইনজীবী ৪০-৪৫ বছর ধরে কাচ চিবিয়ে খাচ্ছেন। আর এটা তার নেশা।
শনিবার একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘৪০ থেকে ৪৫ বছর ধরে এটাই আমার নেশা। কাচ খাওয়ার জন্য আমার দাঁতের খুব ক্ষতি হচ্ছে। কিন্তু, কিছুতেই এটা ছাড়তে পারছি না। তবে আগে অনেক বেশি কাচ খেলেও এখন কমিয়ে দিয়েছি। নেশার জন্য আমি কাচ খেলেও বাকিদের এটা করতে বারণ করব। কারণ, কাচ খাওয়া স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। এই অভ্যাস শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে।’
ওই সাক্ষাৎকারের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি চেয়ার বসে আছেন ওই আইনজীবী দয়ারাম সাহু। আর কোলে থাকা একটি প্লেটে বোতল ভেঙে রাখা হয়েছে। আর কথা বলতে বলতে সেই বোতলের ভাঙা কাচ কড়মড়িয়ে চিবিয়ে খাচ্ছেন তিনি। কিন্তু, খাওয়া দেখেই বোঝাই যাচ্ছে না যে তিনি কাচ খাচ্ছেন।
https://www.youtube.com/watch?v=1Gh4-pKU07Y