ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। এই ঘটনায় অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে আল জাজিরা অনলাইন এ খবর জানিয়েছে।
হুতি বিদ্রোহীদের দ্বারা পরিচালিত স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল এই হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীকে দোষারোপ করেছে।
প্রাথমিকভাবে এই ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
জাতিসংঘের তথ্য মতে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ইয়েমেনে সহিংসতায় ১০ হাজারের বেশি লোক নিহত হয়েছে। তাছাড়া গৃহহীন হয়েছে ৩০ লাখের মতো মানুষ। আরব উপসাগরের দক্ষিণের দেশটিতে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে গৃহযুদ্ধ হয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম