গোবরের ট্যাংকে পড়ে ৪ ভারতীয় শিখের মৃত্যু

ইতালিতে একটি দুগ্ধ খামারের গোবরের ট্যাংকে ডুবে ৪ ভারতীয় মারা গেছেন। দেশটির উত্তরাঞ্চলের পাভিয়ার কাছে এ ঘটনা ঘটে।তদন্তকারীদের সন্দেহ, গোবর সার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাসে মারা গেছেন তারা। ৪ জনই জাতিতে শিখ। তারা পাঞ্জাব থেকে ব্যবসা ও কাজ করতে ইতালিতে এসেছিলেন।

ইতালির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে মিলান থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে পাভিয়া অঞ্চলে খামারটি স্থাপন করেন দুই ভাই। গত বৃহস্পতিবার ওই খামারে গোবর সারের ট্যাংক খালি করছিলেন দুই কর্মচারী। এদের একজন ট্যাংকের ভেতর পড়ে যান। তাকে উদ্ধারের জন্য বাকী তিনজন ট্যাংকের ভেতর লাফ দেন। সেখান থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন।

তদন্তকারীরা বলছেন, গোবর সার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাসে তারা মারা গিয়েছেন।

ইতালির নতুন কৃষিমন্ত্রী টেরেসা বেলানোভা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, কর্মস্থলের নিরাপত্তাকে তারা মানুষের অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করেন। এ জন্য যা যা করার দরকার, তা করতেই হবে।

 

Scroll to Top