কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে নিহত ৩১ জন

ইরাকের কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আরো অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা। ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে কারবালা প্রান্তরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ইমাম হোসেনের (রা.) মাজারের কাছে একটি রাস্তা ধসে পড়ার পর আতঙ্কগ্রস্থ লোকজন ছোটাছুটি শুরু করলে হতাহতের এ ঘটনা ঘটে। ইরাকের স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র সাঈফ আল বদর বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। সাম্প্রতিক ইতিহাসে ভয়াবহ এই হতাহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে।

হযরত মোহাম্মদ (সা:) এর দৌহিত্র ইমাম হোসেনের শাহাদত দিবস স্মরণে প্রতিবছর লাখো শিয়া মুসলমান কারবালায় জড়ো হয়ে তাজিয়া মিছিলে যোগ দেন। এছাড়া বাগদাদ, নাজাফ ও বসরা শহরেও একই ধরনের মিছিলের আয়োজন করা হয়।

Scroll to Top