পিতা মুরসির মৃত্যুর ঠিক ৩ মাস পরে আব্দুল্লাহর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট প্রয়াত মুরসির ছেলে আবদুল্লাহ মুরসি।
বাবা মুরসিকে উদ্দেশ্য করে ছেলের লেখাটি প্রকাশ করে আল-জাজিরা। আরবিতে লেখা স্ট্যাটাসটির অনুবাদ করলে অর্থ দাঁড়ায়-
‘আল্লাহর শপথ! হে আমার পিতা! আমার অন্তর সুস্থ হবে না, আমার ভাঙা হৃদয় জোড়া লাগবে না এবং আমার দুশ্চিন্তাও দূর হবে না; যতক্ষণ না আমি আপনার সঙ্গে আপনারই পথে মিলিত হই। (যদি আমার আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করেন) তাহলে এরপর আমার জীবনে দুনিয়ার আর কোনো আকর্ষণ ফিরে আসবে না।