ভারতে গরু জবাই করা নিষিদ্ধ করেছে ।ভারতের এক এমপির বিরুদ্ধে গরু চুরির মামলা হয়েছে। ভারতের উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির এমপি আজম খানের বিরুদ্ধে বৃহস্পতিবার আসিফ ও জাকির আলি নামে দুই ব্যক্তি এই মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ১৫ অক্টোবর পাঁচ সঙ্গী নিয়ে এমপি আজম খান তাদের বাড়িতে ভাঙচুর, তাদের গরু চুরি ও নগদ ২৫ হাজার রুপি ছিনিয়ে নিয়ে যান। হিন্দুস্তান টাইমসের খবরে এই তথ্য জানানো হয়েছে।
এফআইআরে আজম খানসহ সাবেক সার্কেল অফিসার আলায় হোসেন ও অপর চার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ৪০ জন আসামি তালিকায় রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, বাদীর বাড়িটি ঘোষিয়া এতিমখানার কাছে অবস্থিত। ঐ জমিতে একটি স্কুল নির্মাণের জন্য আজম খান তাদেরকে বাড়ি ছেড়ে দিতে বলেছিলেন।
আজম খানের বিরুদ্ধে ভূমি দখল, অবৈধভাবে ওয়াকফ সম্পত্তি দখল, বই চুরি ও নির্বাচনের সময় বিদ্বেষমূলক বক্তব্য প্রদানসহ প্রায় ৫০টি মামলা রয়েছে। এর মধ্যে রামপুরে ভূমি দখলের ২৯টি মামলায় আগাম জামিন আবেদন নাকচ করেন তিনি। বুধবার আদালত এই আবেদন খারিজ করে দিয়েছে।