যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার উত্তরপশ্চিমে রুশ বিমান হানায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতরা সাধারণ নাগরিক বলে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি। এ হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ।
সোমবার ইবলাইব প্রদেশের দক্ষিণে বেশ কিছু এলাকায় আকাশ পথে হামলা চালায় রুশ সেনা। ওই এলাকাটি একসময় আল-কায়দা জঙ্গিদের নিয়ন্ত্রণে ছিল। এই বিমান হামলায় ৬ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। এছাড়া ওই একই এলাকায় সিরিয়ার সেনাবাহিনীর অভিযানে আরও ৩ জন সাধারণ নাগরিক প্রাণ হারান। এই বিমান হানায় আরও অন্তত ২০ জন জখম হয়েছেন বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। এই সংঘর্ষে ৩ লক্ষ ৭০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গৃহহীন হয়েছেন আরও অন্তত ১০ লক্ষ সাধারণ নাগরিক।
ক্ষমতা ধরে রাখতে বেপরোয়া শক্তির প্রয়োগের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট বাসার আল-আসাদের বিরুদ্ধে। পশ্চিমি দেশগুলির প্রবল সমালোচনার মধ্যেও আসাদের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। বিদ্রোহ দমনে দামেস্ককে সমস্ত ধরনের সহযোগিতা করছে তারা।