জম্মু ও কাশ্মীরের গভর্নর সত্য পাল মল্লিকের আমন্ত্রণে জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে শ্রীনগর বিমানবন্দর থেকেই ফেরত আসতে হয়েছে ভারতের বিরোধী দলের সদ্য সাবেক এই সভাপতিকে। রাহুলের সঙ্গে থাকা সাংবাদিকদেরও মারধর করা হয়েছে। ওই সফরে রাহুলের সঙ্গী হয়েছিলেন বিরোধী দলের আরও ১১ জন নেতা।
শ্রীনগর থেকে ফিরে দিল্লি বিমান বন্দরে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেন, প্রতিনিধি দল ওই অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলে তাদের মানসিকতা বুঝতে চেয়েছিল। কিন্তু আমাদেরকে বিমান বন্দরের বাইরে যাওয়ার সুযোগ দেয়া হয়নি।
ওই সময় গণমাধ্যম কর্মীদের হেনস্তার অভিযোগও করেন রাহুল। তিনি বলেন, আমাদের প্রতিনিধিদের সঙ্গে যেসব গণমাধ্যম কর্মী ছিলেন তাদেরকেও হেনস্তা ও মারধর করা হয়েছে। এতেই বোঝা যায়, কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয়।