মঙ্গলবার (২০ আগস্ট) তার জোটের শরিক ন্যাশনালিস্ট লিগের মাত্তিও সালভিনির আক্রমণ এবং অনাস্থা প্রস্তাবে ক্ষিপ্ত হয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্তে।সালভিনি \’ব্যক্তিগত ও দলীয় স্বার্থে\’র জন্য \’দায়িত্বজ্ঞানহীন\’ভাবে ইতালিতে নতুন রাজনৈতিক সঙ্কট তৈরি করছে বলে অভিযোগও করেন প্রধানমন্ত্রী কন্তে।
বিবিসি জানায়, পদত্যাগের ঘোষণা দেয়ার আগে ইতালির জাতীয়তাবাদী লিগ জোটের নেতা সালভিনি প্রধানমন্ত্রী কন্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছিলেন। তিনি তার জোটের অংশীদার ফাইভ স্টারের সঙ্গে আর কাজ করতে পারবেন না বলেও জানান তিনি।
সিনেটকে উদ্দেশ্য করে কন্তে বলেন, মে মাসে ইউরোপীয় নির্বাচনে তার দলের সাফল্যের পর থেকে তার পাশে বসে থাকা এই লিগ নেতারা \’নির্বাচনে ফিরে যাওয়ার অজুহাত খুঁজছিলেন\’। ১৪ মাস আগে লিগ ও প্রতিষ্ঠা-বিরোধী ফাইভ স্টার মুভমেন্ট কন্তের নেতৃত্বে স্বতন্ত্র প্রধানমন্ত্রী হিসাবে দেশ পরিচালনার জন্য একটি জোট গঠন করেছিল।
দীর্ঘদিন ধরে ইতালির বিরোধী দলগুলো কন্তের সরকারের সমালোচনা করে আসছে। তাদের অভিযোগ, কন্তের সরকার অত্যন্ত দুর্বল নের্তৃত্ব দিয়ে আসছে।