ফের কাশ্মীর সীমান্তে গুলি , ভারতীয় সেনা নিহত

আবার কাশ্মীর সীমান্তে ভারত – পাকিস্তানের গোলাগুলির ঘটনা ঘটেছে । এতে এক ভারতিয় সেনা নিহত হয়েছেন ।

শনিবার (১৭ আগস্ট) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সশস্ত্র বাহিনীর এক মুখপাত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনী গুলি ও মর্টার শেল ছুড়লে ভারতীয় বাহিনীর ল্যান্স নায়েক সন্দীপ থাপা (৩৫) গুরুতর আহত হন।

তবে যে সৈন্য প্রাণ হারিয়েছেন, তিনি সন্দীপ থাপাই কি-না, সে বিষয়টি স্পষ্ট করা হয়নি ভারতীয় সংবাদমাধ্যমে।

মুখপাত্র বলেন, সকাল সাড়ে ৬টার দিকে বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি বাহিনী। ভারতীয় সেনারাও এর কার্যকর ও সমুচিত জবাব দিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, সীমান্তে ভারত-পাকিস্তান গুলি বিনিময় চলছে।

তবে, এতে পাকিস্তানি বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি-না, তা এখনো জানা যায়নি।

এর আগে, গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) জম্মু-কাশ্মীরের উরি ও রাজৌরি সেক্টরে ভারত ও পাকিস্তানের মধ্যে গুলি বিনিময়ে তিন পাকিস্তানি সেনা নিহত হন। এসময় পাকিস্তান পাঁচ ভারতীয় সেনাকে হত্যার দাবি করলেও তা অস্বীকার করে ভারত।

Scroll to Top