হিন্দুত্ববাদি নরেন্দ্র মোদি সরকার ভারতীয় সংবিধানের ৩৭০ ও ৩৫ এর (ক) ধারা বাতিল করে কাশ্মীরীদের স্বায়ত্তশাসন কেড়ে নিয়েছে।
এর প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাশ্মীরের স্বাধীনতা দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে। এ সময় তারা ‘কাশ্মীর চাই আজাদী’; ‘কাশ্মীরের বীর জনতা লও লও লও সালাম’; ‘কাশ্মীরের বীর জনতা আমরা আছি তোমার সাথে’ ইত্যাদি স্লোগান দেয়।
বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় লাইব্রেরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
ঢাবি শিক্ষার্থীরা বলেন, কাশ্মীরে আমাদের ভাই-বোনেরা বছরের পর বছর অত্যাচারিত হয়ে যাচ্ছে। ভারত সরকার প্রতিনিয়ত তাদের উপর অবিচার করছে। এসবের শেষ চাই। চাই আজাদ কাশ্মীর। চাই আমার ভাইবোনের নিরাপত্তা, বেঁচে থাকার অধিকার।
এসময় কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের নীরব ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেন শিক্ষার্থীরা।