কাশ্মীরে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে ভারত

জম্মু-কাশ্মীরে আরও ১০,০০০ আধা সামরিক জওয়ান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দু-দিনের জম্মু-কাশ্মীর সফর সেরে ফেরার পরই এই সিদ্ধান্ত নেওয়া হল।

কাশ্মীরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাষ্ট্রপতি শাসনে থাকা কাশ্মীর প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি।

বিশেষ করে উত্তর কাশ্মীরের জন্য এই অতিরিক্ত বাহিনী চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং। কাশ্মীরের আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং সন্ত্রাসী কাজকর্ম প্রতিরোধ করতেই এই অতিরিক্ত ১০,০০০ বাহিনী সেখানে পাঠানো হচ্ছে দাবি করা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই বাহিনীর জওয়ানদের এয়ারলিফট করে নিয়ে জম্মু-কাশ্মীরে পৌঁছে দেওয়া হবে। উত্তর কাশ্মীরে নিরাপত্তা বাহিনী প্রয়োজনের তুলনায় কমে রয়েছে বলে জানিয়েছেন দিলবাগ সিং। অমরনাথ যাত্রার জন্য অতিরিক্ত ৪০,০০০ বাহিনীকে কাশ্মীরে মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক

Scroll to Top