স্বীকার যখন করলেন তাহলে ব্যবস্থা নিন

জঙ্গি রয়েছে বলে যদি স্বীকার করেই নেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন না কেন? যুক্তরাষ্ট্রে গিয়ে ইমরান খান পাকিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ নিয়ে যা বলে এসেছেন, তার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নই তুলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার ওয়াশিংটনে পাক প্রধানমন্ত্রী ইমরান স্বীকার করেন, ‘পাকিস্তানে এখনো ৩০ থেকে ৪০ হাজার জঙ্গি রয়েছে। তাদের অনেকেই আফগানিস্তান ও কাশ্মীরে লড়াই করেছে।’ তিনি এটাও বলেন, ‘পাকিস্তানের আগের সরকার যুক্তরাষ্ট্রকে জঙ্গি কার্যকলাপ নিয়ে সঠিক তথ্য দেয়নি। এক সময়ে পাকিস্তানে ৪০টি জঙ্গি সংগঠন সক্রিয় ছিল।’

ভারত বরাবরই সীমান্ত সন্ত্রাসে মদদ দেওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করে। সন্ত্রাস বন্ধ করা এবং ভারতবিরোধী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত দ্বিপাক্ষিক আলোচনাও বন্ধ রেখেছে নয়াদিল্লি।

এই অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভিশ কুমার ইমরানের কথাকে ‘জ্বলন্ত স্বীকারোক্তি’ বলেই আখ্যা দিয়েছেন বৃহস্পতিবার। তার বক্তব্য, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন স্বীকারই করছেন যে, জঙ্গিরা রয়েছে এবং তারা কাশ্মীরে অশান্তিও পাকাচ্ছে, তা হলে তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করুন।’

ইমরান গতকালই পাকিস্তানে ফিরেছেন। ইসলামাবাদ বিমানবন্দরে নেমে মার্কিন সফরের ‘সাফল্য’ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘মনে হচ্ছে আমি যেন বিশ্বকাপ জিতে ফিরলাম।

ইমরানের বিরোধীরা অবশ্য অভিযোগ করেছেন, ইমরান যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করে ভিক্ষাবৃত্তির আশ্রয় নিয়েছেন। সেই অভিযোগ উড়িয়ে তার দাবি, ‘মাথা নত করার প্রশ্নই উঠে না।’

ইত্তেফাক

Scroll to Top