বিশ্বের কোনো শক্তিই ইরানের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে না বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ডবাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। বৃহস্পতিবার খুজিস্তান প্রদেশে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
হোসেন সালামি বলেন, বিশ্ববাসীর উচিত ইরানের আশা আকাঙ্ক্ষাকে সম্মানের সঙ্গে মেনে নেয়া।
তিনি আরও বলেন, ইরানের ওপর কেউ নিজেদের ইচ্ছা চাপিয়ে দেয়ার শক্তি রাখে না। ইরানের ব্যাপারে শত্রুদের ভুল চিন্তা করা ঠিক হবে না। ইরানি জাতি প্রতিরোধের মহাশিক্ষক।
এছাড়া চাপ,অবরোধ ইত্যাদি মোকাবেলায় ইরান ভীত নয় বলেও মন্তব্য করেন হোসেন সালামি।
ইত্তেফাক