তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সাইদের মৃত্যু

তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। তার কার্যালয় সূত্রে একথা জানা গেছে।

তিনি উত্তর আফ্রিকার এই দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম নেতা। অভিজ্ঞ এই রাজনীতিক ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের পর সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান ছিলেন।

দেশটির দীর্ঘদিনের শাসক জিন আল আবিদিন বেন আলী আরব বসন্তের আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত হওয়ার তিন বছর পর ২০১৪ সালে বেজি সাইদ তিউনিসিয়ার দায়িত্ব নেন।

জুনের শেষ দিকে মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ফিরিয়ে আনা হয়েছিল।

ইত্তেফাক