যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের মধ্যদিয়ে প্রবাহিত পটোম্যাক নদীতে সপ্তাহান্তে সর্বোচ্চ তাপমাত্রা ৯৪ ডিগ্রী ফারেনহাইট রেকর্ড করা হয়েছে। তাপ প্রবাহের কারণে এক হাইকারসহ অন্তত ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এর আগে, ২০০৭ সাল থেকে সেখানে তাপমাত্রা রেকর্ড করা শুরু করার পর ২০১১ ও ২০১২ সালের গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, গত রোববারে দেশটির রাজধানীতে পূর্বের রেকর্ড তাপমাত্রা ৯৩ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের বড় বড় নগরীতে সপ্তাহান্তে মারাত্মক গরম আবহাওয়া বিরাজ করছিল।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনে তাপ প্রবাহের কারণে এক হাইকারসহ অন্তত ছয়জন এবং পূর্বাঞ্চলীয় রাজ্য ম্যারিল্যান্ডে দু’জন মারা যায়।