বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর মৃত্যু:সুইডেনে

সুইডেনে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার দেশটির উত্তরাঞ্চলীয় উমেয়া শহরের নদীতে বিমানটি বিধ্বস্ত হয়।

পুলিশের মুখপাত্র পেডার জন্সসন বলেন, বিমানটি প্যারাসুট বহনকারীদের জন্য ডিজাইন করে বানানো হয়েছিল। এটা উড়ার কম সময়ের মধ্যেই নদীতে বিধ্বস্ত হয়।

তাৎক্ষণিকভাবে বিমান বিধ্বস্তের কারণ জানাতে পারেননি পুলিশের এই মুখপাত্র। তবে তিনি জানান, বিমানটি স্কাইডাইভিং- এর কাজে ব্যবহার হতো।

সুইডেনের সংবাদমাধ্যম ডাইগেনস নেহেটারের এক সাংবাদিক বলেন, ‘আমি একটি বিকট শব্দ শুনতে পাই। এটা কোনো সাধারণ শব্দের মত ছিল না। আমি দেখতে পেলাম বিমানটি মুখ নিচের দিকে করে নদীতে পড়ে যায়।’

স্থানীয় গণমাধ্যমকে একজন কিশোর বলেন, ‘আমার বাড়ি উমেয়া বিমানবন্দরের পাশেই অবস্থিত। আমি তখন দুপুরের খাবার খাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দটি শুনতে পাই। তখন আমি আতঙ্কিত হয়ে পড়ি।\’

সুইডিশ বিমান কর্তৃপক্ষের দাবি, বিমানটি স্থানীয় সময় আনুমানিক দুপুর ২টা ১২ মিনিটে স্টোরস্যান্ডাক্সার নামক দ্বীপের পাশের নদীতে বিকট শব্দে বিধ্বস্ত হয়।

Scroll to Top