নেপালে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরো ১৩ জন। এছাড়া নিখোঁজ রয়েছে ৬ জন। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়েছে, গত বুধবার রাত থেকে কাঠমান্ডুসহ নেপালের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে সেখানকার স্থানীয় নদীগুলো উপচে পড়ে আশেপাশে এলাকা প্লাবিত হয়ে বিভিন্ন জেলায় বন্যা ও ভূমি ধস দেখা দেয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী কাঠমান্ডুতে একটি বাড়ির দেয়াল ধসে ৩ জনের মৃত্যু হয়েছে।
বন্যায় আটকে পরা বাসিন্দাদের পুলিশ উদ্ধার করছে, এমন দৃশ্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর খবরে দেখানো হচ্ছে।
দেশটির সেনা মুখপাত্র বিগিয়ান দেব পান্ডে বলেন, আমরা ১৫০ জনের বেশি লোককে উদ্ধার করেছি এবং বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে দেশটির আবহাওয়া অফিসের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয়েছে।