টানা বৃষ্টিতে আসামের ১১ জেলা প্লাবিত, তিনজনের মৃত্যু

টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম। ইতিমধ্যে বন্যায় তিনজন প্রাণ হারিয়েছে। পানিতে তলিয়ে যাওয়ায় গৃহহীন হয়েছে প্রায় ২ লাখ মানুষ।

এক রাতের ব্যবধানে এই রাজ্যে বন্যাদুর্গত জেলার সংখ্যা ৮ থেকে এক লাফে দাঁড়িয়েছে ১১টিতে। আরো বেশ কয়েকটি জেলা বন্যার ঝুঁকিতে আছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে ১১ জেলার শত শত গ্রাম বন্যার কবলে পড়েছে। বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে খারাপ পরিস্থিতির মধ্যে আছে ধিমাজি, লক্ষীমপুর, বিশ্বনাথ, দারাং, বারপেটা, নলবাড়ি, চিরাং, গোলাঘাট, মাজুলি, জোরহাট এবং ডিব্রুগড়।

কেন্দ্রীয় পানি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে অরুণাচল, মেঘালয় এবং আসামের মাত্রাতিরিক্ত বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পানির নিচে গেছে এই ১১টি জেলা।

Scroll to Top