কাবা ঘরের উপর বিশাল ছাতা (ভিডিও)

কাবা ঘরের চারপাশে সাতবার ঘুরে (তাওয়াফ) হজ ও উমরা হজ সম্পন্ন করে থাকেন হাজীরা। এসময় সূর্যের আলোতে বেশ কষ্ট করতে হয় তাদের। হাজীদের কষ্ট লাঘবের লক্ষ্যে কাবা ঘরের উপরে ‘ছাতা প্রকল্প’ হাতে নেওয়া হয়েছে।

কাবা ঘরের উপরে বিশাল এক ছাতা বসানোর পরিকল্পনা চলছে। এটা বানানো হলে মক্কায় হজ্জ করতে আসা পূণ্যার্থীদের কষ্ট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এর একটি নকশা শেয়ার করার পর তা ভাইরাল হয়ে বিভিন্ন জনের ওয়ালে ঘুরছে।

সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে এক সরকারি কর্মকর্তা জানান, আগামী বছরের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
এছাড়া মক্কা গ্রান্ড মসজিদের নিরাপত্তা কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আল আহমাদিও জানান, ওই ছাতার ডিজাইন সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top