দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত চীনের ওপর নতুন শুল্ক আরোপ না করারও ঘোষণা দেন ট্রাম্প। শনিবার জাপানের ওসাকায় জি-টুয়েন্টি সম্মেলনে এক সাইডলাইন বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের পর চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এখবর প্রকাশ করে।
এদিকে, এ বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়া না হলেও চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। এর আগে চীন বাণিজ্য আলোচনা বন্ধ করলে দেশটির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন ট্রাম্প।
গেল মে তে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা স্থগিত হওয়ার পর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে চীন ও যুক্তরাষ্ট্র।
লেটেস্টবিডিনিউজ/এসকেবি