রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া জিনপিংয়ের এই দুই দিনের সফর ২০০৫ সালের পর দেশটির কোনও নেতার প্রথম সফর।
বিবিসি বলছে, কোরীয় নেতা কিম জং উন এবং জিনপিংয়ের এই বৈঠকে পারমাণবিক কার্যক্রম এবং অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
কোরীয় উপদ্বীপের পরিবর্তিত পরিস্থিতিতে মোট চারবার চীন সফর করেছেন কিম। এরই মধ্যে গত জানুয়ারিতে চীনা প্রেসিডেন্টকে কোরিয়া সফরে আমন্ত্রণ জানান তিনি।
উত্তর কোরিয়ার ব্যবসায়িক অংশীদার হিসেবে চীন একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচিত।
শি জিনপিং এমন সময় উত্তর কোরিয়ায় যাচ্ছেন যার এক সপ্তাহের মাথায় জাপানে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই সম্মেলনে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।
গত ১৪ বছরের মধ্যে চীনা কোনও নেতার প্রথম এবং ২০১২ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর শি জিনপিংয়ের জন্য এটিই প্রথাম উত্তর কোরিয়া সফর।
লেটেস্টবিডিনিউজ/এসকেবি