গণভোটে জয়ের মধ্য দিয়ে কাতালান অঞ্চল স্বাধীনতার অধিকার অর্জন করেছে বলে মন্তব্য করেছেন সেখানকার নেতা কার্লোস পুজডেমন্ড। টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুজডেমন্ড বলেন, এ ভোটের মাধ্যমে কাতালান অঞ্চলের নাগরিকরা প্রজাতন্ত্রের আদলে স্বাধীন দেশ গড়ার অধিকার অর্জন করেছে। আগামী কয়েক দিনের মধ্যে কাতালান পার্লামেন্টকে নির্বাচনের ফল পাঠানো হবে।
কাতালান কর্মকর্তারা জানান, রোববার অনুষ্ঠিত এ গণভোটে স্বাধীনতার পক্ষে ৯০ শতাংশ ভোট পড়েছে। এতে ভোট দিয়েছে ৪২ দশমিক ৩ শতাংশ নাগরিক।
এদিকে পুলিশের ভোট বন্ধের চেষ্টাকালে সহিংসতায় শতাধিক ব্যক্তি আহত হয়েছে। ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ও ভোটবাক্স জব্দ করেছেন পুলিশ কর্মকর্তারা। এ ভোটকে অবৈধ বলে ঘোষণা করেছেন স্পেনের সাংবিধানিক আদালত।
বার্সেলোনার মেয়র আডা কোলাউ বলেন, সহিংসতায় চারশ\’রও বেশি ব্যক্তি আহত হয়েছেন। নিরস্ত্র মানুষের ওপর পুলিশের হামলা বন্ধের আহ্বান জানাই আমি। ভোটাধিকার ও স্বাধীনতা লঙ্ঘনের প্রতিবাদে কাতালানের ৪০ টিরও বেশি বাণিজ্যিক সংস্থা মঙ্গলবার হরতাল ডেকেছে।
এদিকে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গণভোটের ব্যালট বাক্স বাজেয়াপ্ত করতে গেলে পুলিশের ওপর পাথর ছুঁড়তে থাকে উত্তেজিত জনতা। এতে ১১ জন পুলিশ কর্মকর্তা আহত হন।
গণভোটের পর স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহই বলেন, অবৈধ ভোটে অংশ নিয়ে কাতালানরা বোকামি করেছে। এটি গণতন্ত্রের নামে তাদের তামাশা। কাতালান অঞ্চলে সত্যিকার অর্থে কোনো গণভোট হয়নি। সূত্র: বিবিসি।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ