মালিতে বন্দুকধারীদের গুলিতে নিহত ১০০

মালির একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে এক রাতে প্রায় ১০০ জন মারা গেছেন। হামলার পর থেকে নিখোঁজ আরও ১৯ জন।

স্থানীয় সময় রোববার রাতে সেন্ট্রাল মালির ‘ডোগন’ ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রামটিতে এ গণহত্যার ঘটনা ঘটে। খবর গার্ডিয়ানের

হামলাকারীর আরেক ক্ষুদ্র নৃগোষ্ঠী ‌ ‘ফুলানি’ সম্প্রদায়ের মানুষ বলে ধারণা করা হচ্ছে।

‘ডোগন’ এবং ‘ফুলানি’ সম্প্রদায়ের মানুষদের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। বন্দুকধারীদের গুলিতে গত মার্চে ফুলানি সম্প্রদায়ের প্রায় ১৫০ জন মানুষ মারা যায়। যা মালির ইতিহাসে জঘন্যতম গণহত্যার একটি।

লেটেস্টবিডিনিউজ/কেএস

Scroll to Top