মোদির শপথ গ্রহণের ঠিক একদিন আগে পদত্যাগ করলেন অরুণ জেটলি

লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের ক্ষমতায় বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আগামীকাল বৃহস্পতিবার নতুন সরকার নিয়ে শপথ নেবেন মোদি। কিন্তু শপথ গ্রহণের ঠিক একদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন অরুণ জেটলি।

আজ বুধবার এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বুধবার মোদিকে লেখা চিঠির প্রতিলিপি টুইট করে একথা জানান জেটলি। ২০১৪ সালে মোদির প্রথম মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। বিগত পাঁচ বছরে মোদি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অরুণ জেটলি।

নরেন্দ্র মোদিকে দেওয়া চিঠিতে জেটলি লিখেছেন, গত ১৮ মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। তার কিডনি প্রতিস্থাপন হয়। ফলে গত কয়েক মাস তিনি অর্থমন্ত্রকে নিয়মিত ছিলেন না। তাই চিকিৎসার স্বার্থেই তিনি মন্ত্রিত্বের মতো বড় দায়িত্ব কাঁধে তুলে নিতে চান না।

এর আগে একই কথা বিজেপি নেতৃত্বকে মৌখিকভাবে জানিয়েছিলেন মোদি মন্ত্রিসভার অভিজ্ঞ এই সদস্য। জেটলি জানিয়েছেন, দলের প্রয়োজনে ও সরকারের কাজে প্রয়োজনে সহযোগিতা তিনি করবেন।

৬৬ বছর বয়সী এই নেতা আরও জানান, লোকসভা নির্বাচনের পরে যখন প্রধানমন্ত্রী মোদি কেদার নাথ মন্দির দর্শনের উদ্দেশে গিয়েছিলেন, তখনই তিনি এই বিষয়ে কথা বলেছিলেন। তিনি মৌখিক জানিয়ে দিয়েছিলেন যে, এমতাবস্থায় কোনো রকম দায়িত্ব নেওয়া সম্ভব হবে না তার পক্ষে। তার ভাষ্যমতে, ‘আমাকে নিজের শরীর ও চিকিৎসার বিষয়টা দেখতে হবে।’

প্রসঙ্গত, কালো টাকা রুখতে মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের সময়ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন জেটলি। তবে শারীরিক অসুস্থতার জন্য এ বারের বাজেটও পেশ করতে পারেননি তিনি। সেইসময় অরুণ জেটলির বদলে অর্থ মন্ত্রণালয়ের ভার নিয়েছিলেন পীযূষ গোয়েল।

লেটেস্টবিডিনিউজ/এসএনএসবি

Scroll to Top