রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি মোদির

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এনডিএ–র নেতা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানিয়েছেন নরেন্দ্র মোদি।

শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মোদির সঙ্গে সাক্ষাতের কথা টুইটারে জানিয়েছেন। মোদি যাওয়ার আগে শরিক দলের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। খবর এনডিটিভির

বিজেপি সভাপতি অমিত শাহ দেখা করে রাষ্ট্রপতিকে জানান, দলের সাংসদরা নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। বিষয়টি লিখিত আকারেও জানিয়ে দেন অমিত।

পাশাপাশি এনডিএ-র শরিক অকালি দল প্রকাশ সিং বাদল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাম বিলাস পাসোয়ান, বিজেপি নেতা রাজনাথ সিং, নিতিন গডকরি ও সুষমা স্বরাজও ছিলেন প্রতিনিধি দলে।

পরে রাষ্ট্রপতির সরকারি টুইটারে অ্যাকাউন্ট থেকে বলা হয়, বিজেপির সংসদীয় দলের নেতা হিসেবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেছে নেওয়া হয়েছে সেই চিঠি রাষ্ট্রপতির কাছে জমা পড়েছে। তাছাড়া এনডিএ-র সমর্থনের চিঠিও পেয়েছেন রাষ্ট্রপতি।

Scroll to Top