মাত্র ১৬ সেকেন্ডে ভেঙে পড়লো ২১তলা ভবন!

২১তলা ভবনটি তৈরি করতে ব্যবহার করা হয়েছিল ১৬ হাজার টন ইস্পাত। কিন্তু সুনিয়ন্ত্রিত উপায়ে সেই ভবনটিই ভেঙে ফেলা হলো মাত্র ১৬ সেকেন্ডে! যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অবস্থিত মার্টিন টাওয়ার নামের ওই ভবনটি ১৯৭২ সাল থেকে দেশটির সাবেক দ্বিতীয় বৃহত্তম ইস্পাত কোম্পানি বেথলেহেম স্টিলের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

বেথলেহেম স্টিল কোম্পানিটি দেউলিয়া হয়ে যাওয়ায় গত ১২ বছর ওই সুউচ্চ ভবনটি অকার্যকর হয়ে পড়ে ছিল। ফলে গেল রবিবার বিস্ফোরকের সাহায্যে ভবনটি ভাঙা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্টিন টাওয়ারটি স্থানীয়দের কাছে এক ঐতিহাসিক ভবন হিসেবে পরিচিত ছিল। এজন্য ভবনটি ভাঙার সময় অসংখ্য লোকজন সেখানে জড়ো হয়েছিলেন।

ভবনটি ভাঙার সময় চারপাশ গাঢ় ধূলায় অন্ধকার হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মোট ২১৯ কেজি বিস্ফোরক ব্যবহার করতে হয়েছে ভবনটি ভাঙতে। এসময় বিকট শব্দে গোটা এলাকা কেঁপে উঠেছিল।

Scroll to Top