ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও এখনো ফলাফল প্রকাশিত হয়নি। তবে বেশ কয়েকটি বুথ ফেরত জরিপে ফের বিজেপি ক্ষমতায় আসছে বলে আভাস পাওয়া গেছে। এবার বুথ ফেরত জরিপের ওপর ভর করেই আগামী পাঁচ বছরের পরিকল্পনা স্থির করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুথ ফেরত জরিপে জয়ে আভাস পেয়ে শরিক দলগুলোর সঙ্গে জয়োৎসব হিসেবে নৈশভোজে মিলিত হয় বিজেপি। সেখানে আগামী পাঁচ বছরের পরিকল্পনা গ্রহণ ও পাস করে ক্ষমতাসীন দলটি। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং জানান, এনডিএ হল দেশ শাসনের অন্যতম স্তম্ভ৷
রাজনাথ সিংহ বলেন, আগামী পাঁচ বছরের জন্য মূলত জাতীয় নিরাপত্তা, জাতীয়তাবাদ এবং উন্নয়নকে সামনে রেখে কাজ করবে সরকার৷ বিগত পাঁচ বছরে প্রতিশ্রুতির লক্ষ্যমাত্রা সম্পূর্ণ করতে পেরেছে সরকার৷ আগামী সময়সীমায় তা আরও দ্রুত রূপায়ণ করতে হবে৷
রাজনাথ বলেন, ‘সন্ত্রাস দমনে আগামী দিনে আরও কড়া পদক্ষেপ নেবে সরকার৷ জাতীয় নিরাপত্তার প্রশ্নে কূটনীতিতে ও প্রতিরক্ষা ব্যবস্থাপনায় ভারত যে নরম রাষ্ট্র নয় তা এনডিএ সরকার ভালমতই বুঝিয়ে দিয়েছে। নয়াদিল্লির এই অবস্থান বজায় থাকবে।’
তবে এই বুথ ফেরত জরিপ প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলগুলো। তারা অভিযোগ করেছেন, বুথ ফেরত জরিপের আড়ালে ভোট গণনায় কারচুপির চেষ্টা করতে পারে বিজেপি। নেতাকর্মীদের ভোট গণনার রুম পাহারার নির্দেশ দিয়েছেন বিরোধী দলগুলোর নেতারা।