ভারতে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তর প্রদেশের এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে যাতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) গড়াপেটা করতে দেখা যাচ্ছে।
ইভিএম গড়াপেটার ভিডিও ভাইরাল হতেই উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। তারা বলছেন, স্ট্রং রুমের বাইরে এনে ইভিএম-এর ফলাফল বদলে দেওয়া হচ্ছে।
ইভিএম মেশিনে ফলাফল বদলে দিয়ে বিজেপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি বিরোধী দলগুলো।
তবে দেশটির নির্বাচন কমিশন বলছে, এই অভিযোগ ‘মনগড়া’ এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই।
এদিকে, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ইভিএম কারচুপি ও অপব্যবহারের নানা অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রাতিষ্ঠানিক ন্যায়পরায়ণতা সুনিশ্চিত করার দায় নির্বাচন কমিশনের ওপর বর্তায়। কমিশনের উচিত সেটা রক্ষা করা এবং সমস্ত সন্দেহ দূর করা।