আবারও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন লিবারেল ও ন্যাশনাল পার্টির জোট। দেশটির ৪৬তম জাতীয় নির্বাচনে ক্ষমতাসীনদের জয়লাভের মধ্যে দিয়ে টানা তৃতীয়বারের মতো জয় পেল দলটি।

শনিবার (১৮ মে) দিনব্যাপী ভোট গ্রহণের পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হয়। নির্বাচনের পূর্ণ ফলাফল প্রকাশের আগেই জয় নিশ্চিত করে বর্তমান সরকার দল।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর থেকে জানা যায়, নির্বাচনে শুরু থেকেই এগিয়ে ছিল ক্ষমতাসীন লিবারেল পার্টি। দেশটির মোট ১৫১টি নির্বাচনী আসনে ভোট গ্রহণ করা হয় কিন্তু সরকার গঠন করতে অন্তত ৭৬টি আসনে জয় দরকার হয়।

এরই মধ্যে লিবারেল ও ন্যাশনাল পার্টি জোট দল ৭৪টি আসনে জয়লাভ করে নতুন সরকার গঠন নিশ্চিত করেছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, যে ৬টি আসনের ফলাফল ঘোষণা এখনো হয়নি, সে আসনগুলোর মধ্যে অন্তত ২টি আসনে এগিয়ে আছে লিবারেল । অন্যদিকে বিরোধী দল লেবার পার্টির ঘরে এখন পর্যন্ত জয় ৬৫টি আসনে।

Scroll to Top