ইরাকে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৮

ইরাকের রাজধানী বাগদাদে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার পূর্ব বাগদাদের জামিয়াবাজারে এ বোমা হামলার ঘটনা ঘটে। হামলার কয়েক ঘণ্টা পরই এর দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।

সেখানকার পুলিশের বরাত দিয়ে বাতাং সংস্থা রয়টার্স জানিয়েছে, মুসল্লিরা তখন দিনশেষে ইফতারের জন্য প্রস্তুত হচ্ছিলেন। বিস্ফোরক বেল্ট পরে জামিয়াবাজারের ভিড়ের ভেতরে ঢুকে এ হামলা চালায় এক আত্মঘাতী।

প্রসঙ্গত, টানা ৩ বছরের যুদ্ধে ২০১৭ সালে ইরাককে আইএসমুক্ত ঘোষণা করা হয়েছিল। তারপরও কিছু দিন পরপর সেখানে বোমা হামলার ঘটনা ঘটেই চলেছে। এর মধ্যে বোমা হামলায় গত নভেম্বরে ৬ জন ও চলতি বছরের জানুয়ারিতে ৩১ জনের প্রাণহানি হয়।

Scroll to Top