পবিত্র রমজানের শিক্ষা থেকে উপকৃত হয়ে নিজেদের নতুন তৈরি হতে হবে বলে মন্তব্য করেছে তুরস্কের প্রেডিসডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় তিনি তুরস্ককে ঢেলে সাজানোর কথা বলেন। মঙ্গলবার (৭ মে) তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন এরদোয়ান।
বৈঠকে এরদোয়ান বলেন, রহমত ও মাগফিরাতের এ মাসে নিজেকে সবার বদলাতে হবে। মুসলমানদের রক্ত ঝরানো ইসরাইল, সিরিয়ার আসাদ বাহিনী, মিসরের স্বৈরশাসক আবদেল ফাত্তাহ সিসি এবং পিকেকে সন্ত্রাসীদের বিরুদ্ধেও আমরা এ মাসে আন্তরিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করব।
বক্তব্যে দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে এরদোয়ান বলেন, রমজান আমাদের পরস্পরের প্রতি সহমর্মী হতে শেখায়। সব ধরনের অসৎ কাজ, জুলুম ও পাশবিক কাজ থেকে নিজেকে ফিরিযে এনে উন্নত চরিত্র ও নৈতিক বলে বলিয়ান হওয়ার অপূর্ব সুযোগ রয়েছে এ মাসে।
তিনি বলেন, রমজান মাসকে আমরা যদি যথাযথভাবে কাজে লাগাতে পারি, তা হলে এটি হবে আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।