শুক্রবার ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফণী। এরপর শক্তি কমলেও ধারাবাহিকভাবে ভারত হয়ে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ফণী। শক্তিশালী এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর অনেকটা বিধ্বস্ত হয়ে গেছে ওড়িশা। বাদ যায়নি রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের বিমানবন্দরও। পুরো বিমানবন্দর অনেকটা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বিমানবন্দরটির প্রায় সব কাঁচ ভেঙে গেছে।
প্রেস ইনফরমেশন ব্যুরোর ডিরেক্টর জেনারেল সীতাংশু কর এক টুইটবার্তায় জানিয়েছেন, ‘এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি বিশেষ দল যত দ্রুত সম্ভব ভুবনেশ্বর বিমাববন্দর সংস্কারের কাজ করছে। আজকের মধ্যে বিমান চলাচাল চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।’
ঘূর্ণিঝড়ের জেরে ওডিশায় নিরাপদ স্থানে সরানো হয়েছে ১০ লক্ষেরও বেশি মানুষকে। দিল্লি-ভুবনেশ্বর এবং দিল্লি-কলকাতার মধ্যে শুক্রবার মোট ৩৯টি বিমান বাতিল ছিল।