এবার সৌদি নারীরা ফতোয়াও দিতে পারবেন

সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়ে রাজকীয় ফরমান জারির পর এবার তাঁদের ফতোয়া দেওয়ার ক্ষমতা দিতে একমত হয়েছে দেশটির শুরা কাউন্সিল।

স্থানীয় সময় শুক্রবার আরব নিউজ জানায়, সৌদি শুরা কাউন্সিলের ১০৭ সদস্য নারীদের ফতোয়ার ক্ষমতার দেওয়ার পক্ষে ভোট দেন। ফতোয়া দেওয়ার জন্য নারী মুফতিদের রাজকীয় ফরমান জারি করে নিয়োগ দেওয়া হবে।

এর আগে দেশটির ফতোয়া কর্তৃপক্ষ সূরা কাউন্সিলের সদস্যদের সঙ্গে বৈঠক করে। সেখানে এক সদস্য ফতোয়া দানে নারীদের ক্ষমতা দেওয়ার প্রস্তাব আনেন। চলতি বছর মার্চে সৌদি নারীরা দাবি করেন, ফতোয়া দেওয়ার ক্ষমতা শুধু পুরুষদের হাতে দেওয়া যাবে না।

গত মঙ্গলবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এক ফরমান জারির মাধ্যমে গাড়ি চালানোর ক্ষেত্রে নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। ২০১৮ সালের জুন মাস থেকে এই আদেশ বাস্তবায়ন করা হবে।

বিশ্বের মধ্যে সৌদি আরব একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। দেশটির অধিকার সংগঠনগুলো বছরের পর বছর নারীদের গাড়ি চালানোর পক্ষে অনুমোদন আদায়ের জন্য কাজ করেছে। এমনকি আইন অমান্য করায় কিছু নারীকে কারাগারেও যেতে হয়েছে।

সৌদি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে তারা মহৎ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ

Scroll to Top