পর্তুগালে জার্মান পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জনই নারী এবং আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে পর্তুগালের মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে এ দুর্ঘটনা ঘটে। চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। পর্তুগালের জাতীয় সংবাদ সংস্থা লুসার বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
ক্যানিকো শহরের মেয়র ফিলিপে সোওসা বলেন, যা ঘটেছে তা বর্ণনা করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না। তাদের দুর্দশা সহ্য করার মতো নয়।
তিনি জানান, বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন। নিহতরা সবাই জার্মানির নাগরিক। তবে পর্তুগালের নাগরিকদের থাকারও সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলা ডি সোওসা। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা শোক জানিয়ে জার্মানির চ্যাঞ্জেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বার্তা পাঠিয়েছেন। এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সেবার্ট।