হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টজেন নিয়েলসন পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত অভিবাসন ও সীমান্ত নীতি বাস্তবায়ন নিয়ে কাজ করেছেন তিনি। পদত্যাগের সময় নিয়েলসন তার দায়িত্বকে ‘আজীবনের সম্মান’ বলে উল্লেখ করেন।  খবর বিবিসির।

টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, নিয়েলসনের জায়গায় অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন কাস্টমস ও বর্ডার প্রটেকশন কমিশনার কেভিন ম্যাকএলেন।

পদত্যাগ পত্রে ক্রিস্টজেন নিয়েলসন তার অব্যাহতির কারণ জানাননি। তবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময় বলে তিনি উল্লেখ করেন।

নিয়েলসন ২০১৭ সালের জানুয়ারিতে সেসময়ের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কেলির সহকারী হিসেবে মার্কিন প্রশাসনে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তাকে হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় পরিদর্শনের পরপরই নিয়েলসনের পদত্যাগের ঘটনা ঘটলো।

Scroll to Top